সিলেটে অর্থ পাচার ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

post-title

ছবি সংগৃহীত

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-এর লিড ব্যাংক প্রোগ্রামের অধীনে সিলেট জেলায় কর্মরত বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তাদের জন্য শনিবার (২৬ জুলাই) "অর্থ পাচার ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ" শীর্ষক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর পরিচালক, মো. মোস্তাকুর রহমান এবং সভাপতিত্ব করেন এমটিবি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার, রেইস উদ্দীন আহ্মাদ।

সিলেট জেলায় ৪৮টি ব্যাংকে কর্মরত মোট ১২৩ জন কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ মোক্তার হোসেন, যুগ্ম পরিচালক, মো. মোশাররফ হোসেন এবং যুগ্মপরিচালক, মোছা. ফুয়ারা খাতুন প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। এমটিবি’র এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




এসএ/সিলেট