জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেনের...
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরীর বাবা সাবেক বিজিবি সদস্য নিজাম উদ্দিন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...
ছবি সংগৃহীত
স্পোর্টিং লিসবন থেকে আর্সেনালে যোগ দিয়েছেন ভিক্টর ইয়োকেরেস। গতকাল আরও এক তারকার দলবদল নিশ্চিত হয়ে গেছে। লিভারপুলের কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ যাচ্ছেন বায়ার্ন মিউনিখে।
গত শনিবার হংকংয়ে এসি মিলানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অনুপস্থিত থাকার পরই লুইস দিয়াজের লিভারপুল ছাড়ার গুঞ্জনটা বেশি ছড়ায়। ওই ম্যাচ শেষে অবশ্য লিভারপুল বস আর্নে স্লট সংবাদ সম্মেলনে সরাসরিই বলে দেন যে দলবদল সংক্রান্ত কারণে তাঁকে দলে রাখা হয়নি। জানা গেছে, ৪ বছরের চুক্তিতে বায়ার্ন মিউনিখে যাচ্ছেন দিয়াজ। জার্মান জায়ান্টদের সঙ্গে ব্যক্তিগত বিষয়গুলো আরও আগেই সমঝোতা হয়ে গেছে দিয়াজের। লিভারপুলও নাকি বায়ার্নের ৭৫ মিলিয়ন ইউরোর নতুন প্রস্তাব গ্রহণ করেছে। অচিরেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
এদিকে ইয়োকেরেসের আর্সেনালে যোগ দেওয়াটা অনেকটা নিশ্চিতই ছিল। তবে চুক্তির ছোটখাটো কিছু বিষয় নিয়ে টানাপোড়েনের কারণে দেরি হচ্ছিল। শেষ পর্যন্ত গতপরশু রাতে পাঁচ বছরের চুক্তিতে আর্সেনালে যোগ দেন ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার। ইএসপিএন জানিয়েছে, ৭৩ মিলিয়ন ইউরোতে তাঁকে দলে ভিড়িয়েছে গানাররা। এই ওয়েবসাইটটিই কদিন আগে জানিয়েছিল, পারফরম্যান্স সম্পর্কিত বোনাস নিয়ে আর্সেনালের সঙ্গে ইয়োকেরেসের দরকষাকষিতেই চুক্তি স্বাক্ষরে দেরি হচ্ছিল।
দলবদলের চলতি উইন্ডোতে এ নিয়ে ছয়জনকে দলে নিল আর্সেনাল। আগের পাঁচজন হলেন মিডফিল্ডার মার্টিন জুবিমেন্দি, ফরোয়ার্ড নোনি মাদুয়েকে, ডিফেন্ডার ক্রিস্তিয়ান মুস্কেরা, গোলরক্ষক কেপা আরিজাবালাগা ও মিডফিল্ডার ক্রিস্টিয়ান নরগার্ড।
এসএ/সিলেট