জনগণ আন্দোলনে যেভাবে ছিলেন, নির্বাচনেও...
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামে দীর্ঘদিন যাবৎ বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে থেকে লড়াই করে...
ছবি সংগৃহীত
আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী, কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ বলেছেন, নিকট আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের কুরআন সহীহ্ করানোর দায়িত্ব কে নিবে? এজন্য সর্বস্তরের মুসলমানদেরকে এগিয়ে আসতে হবে।
পবিত্র আল কুরআন মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান। প্রত্যেক নবী ও রাসুলকে আল্লাহ-তায়ালা মানবজাতির হেদায়েতের জন্য কিতাব দান করেছেন।
এরই ধারাবাহিকতায় সর্বশেষ নবী ও রাসুল (সাঃ) কে দান করা হয় কুরআন। কুরআনে কারিম বিশ্বের সবচেয়ে বেশি পঠিত পবিত্র ধর্মগ্রন্থ। তাই সহীহভাবে কুরআন শিক্ষা সর্বস্তরের মুসলমানদের ঘরে ঘরে পোঁছাতে হবে।
তিনি শুক্রবার (২৫ জুলাই) তা’লিমুল কুরআন মহানগরে উদ্যোগে তা‘লীমুল কুরআন মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তা'লীমুল কুরআন মহানগর দায়িত্বশীল মাওলানা আব্দুল মুকিতের সভাপতিত্বে, কেন্দ্রীয় প্যানেল উস্তায ও মহানগর সেক্রেটারি আবদুল বাছেত মিলনের উপস্থাপনায় কোর্সের উদ্বোধন ঘোষনা করেন তা'লীমুল কুরআন কেন্দ্রীয় উস্তায মাওলানা আব্দুর রহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগরীর টিম সদস্য ড আবু হোসাইন মোহাম্মদ সোলাইমান।
উপস্থিত ছিলেন তা'লীমুল কুরআন কেন্দ্রীয় শিক্ষানবিশ হাফেজ মাওলানা শরীফ মোঃ শাহজালাল, মহানগর টিম সদস্য মাওলানা শাহ মাহমুদুল হক, থানা দায়িত্বশীল মাওলানা এখলাছুর রহমান প্রমুখ।
মুয়াল্লিম মাওলানা সদর উদ্দীনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সূচীত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট মুয়াল্লিম ক্বারি আশরাফ আলী, হাফেজ সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ভার্চুয়ালীভাবে কোর্সের উদ্বোধন কালে কেন্দ্রীয় উস্তায মাওলানা আবদুর রহিম- মুয়াল্লিম প্রশিক্ষণে গুরুত্ব, মুয়াল্লিমদের করনীয় বিষয়সমূহ তুলে ধরেন।
তিনি সবাইকে প্রতিটি ক্লাস সময়মতো উপস্থিত থাকার চেষ্টা করা এবং দুনিয়ার সবচেয়ে উত্তম কাজ মনে করে গুরুত্ব সহকারে প্রতি ক্লাস চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। পরীক্ষার ফলাফল ভালো করার জন্য আল্লাহর সাহায্যে নিয়মিত উস্তাযে ক্লাসগুলো আত্মস্ত করার তাওফিক কামনা করেন। মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয়, তার মধ্যে কুরআন তেলাওয়াত সর্বাধিক উত্তম। কুরআনে কারিম বিশ্বের সবচেয়ে বেশি পঠিত পবিত্র ধর্মগ্রন্থ। কুরআন মাজিদ তেলাওয়াত ও শিক্ষার গুরুত্ব অনেক।
এসএ/সিলেট