জনগণ আন্দোলনে যেভাবে ছিলেন, নির্বাচনেও...
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামে দীর্ঘদিন যাবৎ বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে থেকে লড়াই করে...
ছবি সংগৃহীত
জৈন্তাপুর মডেল থানাপুলিশের পৃথক অভিযানে এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভারতীয় চকোলেট।
বৃহস্পতিবার বিকালে্ এ অভিযান চালানো হয়। আটক আব্দুস সামাদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানাপুলিশের একটি টহল দল জৈন্তাপুর ইউনিয়নের আলুবাগান এলাকার জনৈক সিরাজ মিয়ার ফিসারীর বিল্ডিংয়ের পিছন ও নলজুরী খাসি নদীর পূর্বপাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ব্রান্ডের চকোলেট জন্দ করে।
এসময় নদী পথে ভারতীয় চকোলেট বহনকারী দুটি নৌকা ও সড়ক পথে বহনের জন্য নিয়ে আসা একটি সিলভার কালারের নোহা গাড়ীসহ (ঢাকা মেট্রো-গ-১৪-৫৮৪৬) এক চোরাকারবারীকে আটক করা হয়। প্
রাথমিক জিজ্ঞসাবাদে হানিফ জানান, তারা বারকী নৌকা দিয়ে খাসিনদী দিয়ে ভারত থেকে নানান ধরনের পণ্য বাংলাদেশে নিয়ে আসে। সুযোগ বুঝে নরজুরী নদীর বিভিন্ন স্থানে পূর্ব থেকে প্রস্তুত প্রাইভেটকার, নোহাগাড়ী, লেগুনা, ডিআই ট্রাক, সিএনজি গাড়ীতে পণ্য পরিবহন করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিতে করেন।
এসএ/সিলেট