শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এমন একটা দেশে আমরা বসবাস করি, যেখানে বাসের ও বিমানের ফিটনেস থাকে না। মানুষের ফিটনেস থাকে না, এমনকি...
সুনামগঞ্জে্ এনসিপির পথসভায়
ছবি সংগৃহীত
সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা শুনতে পেরেছি, যারা এনসিপিতে যোগ দিতে চায়, যারা এনসিপি করতে চায় স্থানীয়ভাবে তাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে।
তাদেরকে প্রশাসনও সহযোগিতা করে৷ তৃণমূল পর্যায়ে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হবে। সাংগঠনিকভাবে দল সুসংগঠিত হলে এনসিপি শক্তিশালী হবে।
তিনি বলেন, যে পা চা-টা প্রশাসন রয়েছে, আমরা তাদের দেখেছি বিভিন্ন সময়ে তাদের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রশাসনের মধ্যে একটা পক্ষ রয়েছে যারা চায় নিরপেক্ষ প্রশাসন গড়ে উঠুক। কিন্তু একটি পক্ষ রয়েছে যারা হচ্ছে সুবিধাভোগী, পা চা-টা, যারা হচ্ছে তেলবাজ, চাটার দল, তাঁরা কখনোই নিরপেক্ষ প্রশাসন চায় না।
এসময় তিনি আরও বলেন, সুনামগঞ্জে কর্মসংস্থানের অভাব রয়েছে। রাজা আসে রাজা যায়, সরকার আসে, সরকার যায় কিন্তু সুনামগঞ্জের পরিবর্তন হয় না। অবস্থার পরিবর্তনে আপনাদের সংঘবদ্ধ হতে হবে।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের আলফাত স্কয়ারে এনসিপির আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা যদি সাংগঠনিকভাবে শক্তিশালী হই তাহলে পা চা-টা যে প্রশাসন রয়েছে, আমরা যে পা চা-টা প্রশাসন দেখতে পাচ্ছি, তাদের ভূমিকা মাঝেমধ্যে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা জানি প্রশাসনের মধ্যে একটা পক্ষ রয়েছে যারা নিরপেক্ষ ভূমিকা রাখতে চায়। কিন্তু একটা পক্ষ রয়েছে সুবিধাভোগী, যারা হচ্ছে তেলবাজ, তাদের বিতর্কিত ভূমিকায় অবর্তীণ করে। আমরা বিশ্বাস করি এনসিপির মাধ্যমে আপনাদের যে লড়াই- সংগ্রাম তা আগামীতে বাস্তবায়ন হবে।
এর আগে শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাত স্কয়ারে আসেন নেতৃবৃন্দ।
পথসভায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট