বড়লেখায় লোডশেডিং বন্ধে ও...
মৌলভীবাজারের বড়লেখায় ঘন ঘন লোডশেডিং বন্ধে ও পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খায়রুল বাকিকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।...
ছবি সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মব-এর কারণে দেশের মানুষ আতঙ্কিত। কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেয়াটাই হচ্ছে সবার দায়িত্ব। মব-এর চিন্তা বাদদিয়ে আমাদের সেই পথে অগ্রসর হতে হবে।
তিনি বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সংবিধানে কমিশনার নিয়োগের বিধান থাকা উচিৎ। তাদের নিরপেক্ষ থাকতে হবে। নিজেদের রাজনৈতিক বিশ্বাস যাই হোক, আল্লাহকে ভয় করে তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় নিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।
সদস্যসচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, জাসাসের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন প্রমুখ বক্তব্য রাখেন।
এসএ/সিলেট