নগরীতে চিহ্নিত মাদককাবারী গ্রেফতার : তিন কেজি গাঁজা উদ্ধার

post-title

ছবি সংগৃহীত

নগরীতে এক চিহ্নিত মাদককাবারীকে গ্রেফতার করেছে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ। এসময় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর লালদিঘীরপার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত  মো. জয়নাল আহমে সিলেটের এয়ারপোর্ট থানার ফড়িংউরা সাহেবের বাজার এলাকার বিল্লাল আহমেদের ছেলে। 

জানা যায়, শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বন্দরবাজারস্থ লালদিঘীরপার এলাকার ১নং গলির সামনে পাকা রাস্তার উপরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. জয়নাল আহমেদকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নগরীতে গাঁজাসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা রুজু করা হয়। বিধি মোতাবেক আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

এসএ/সিলেট