প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: আলহাজ্ব আতাউর রহমান

post-title

ছবি সংগৃহীত

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মানুষের জীবনকে উন্নত করতে, তাঁদের অধিকার সুনিশ্চিত করতে আমরা প্রতি মুহূর্তে দায়বদ্ধ। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ ও জনসচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের সবাইকে নিজের অধিকারের ব্যাপারে সচেতন হয়ে অন্যের অধিকার রক্ষার অঙ্গীকার করতে হবে।

তিনি বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ ইদ্রিস মার্কেটে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগ ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ¦ আতাউর রহমানের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা সফর উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সিনিয়র সহ-সভাপতি এম আসাদুজ্জামান। বিএমবিএফ সিলেট বিভাগের যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট বিভাগের সহ-সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সিলেট বিভাগীয় সহ-সভাপতি, শ্যামল চৌধুরী, সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সিলেট জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, বিভাগীয় কোষাধ্যক্ষ এস এম বিল্লাহ, বিভাগীয় প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, মো. আব্দুর রব মিয়া, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, লুলু কামালী প্রমুখ। পরে এক বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন  এস এম বিল্লাহ।

এসএ/সিলেট