সুনামগঞ্জে নিখোঁজের ১৪ দিন পর...
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৪ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোররাত ১টার দিকে সদর উপজেলার...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৪ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোররাত ১টার দিকে সদর উপজেলার গোবিন্দপুর গ্রাম সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশে একটি নির্জন স্থান থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন বলে স্বজনরা জানান।
শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ গ্রামের বাসিন্দা ও স্থানীয় বাজারের ব্যবসায়ী ফখরুল ইসলামকে অচেতন অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ফখরুল ইসলামের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এখনও তার জ্ঞান ফেরেনি।
ফখরুল ইসলামের ভাই ফয়সাল আহমেদ বলেন, তার ভাই ২৮ জুন সকালে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পরপরই পরিবার শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। খোঁজাখুঁজি করেও ফখরুলের সন্ধান পাননি স্বজনরা। তার সন্ধান চেয়ে মানববন্ধনও করে এলাকাবাসী।
গভীর রাতে রাস্তার পাশে হাত-পা ও মুখ কাপড় দিয়ে শক্ত করে বাঁধা অবস্থায় তাকে দেখতে পায় গোবিন্দপুর গ্রামের এক ব্যক্তি। পরে ফখরুলের পরিবারকে খবর দেওয়া হয়।
ফয়সাল বলেন, “কে বা কারা আমার ভাইকে অপহরণ করেছে আমরা এখনো জানি না। সে এখনও কথা বলতে পারছে না। সুস্থ হওয়ার পর ঘটনার বিস্তারিত জানতে পারলে আইনি ব্যবস্থা নেব।
এসএ/সিলেট