রথযাত্রা উৎসব শেষে সিলেটে ইসকনের...
সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষে, ভক্তি, সৌহার্দ্য ও স্মৃতিচারণের আবহে ইসকন সিলেট আয়োজন করে এক আন্তরিক পুনর্মিলনী...
ছবি সংগৃহীত
বিএনপি সরকারের সময় নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার সমুন্নত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুসলিম বিশ্বের মহিয়সী নারী।
তার শাসনামলে নারীর জীবনমান উন্নয়নে সবচেয়ে বেশি কাজ হয়েছিল। নারীদের জন্য তিনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন।
শুক্রবার (১১ জুলাই) সিলেটের মির্জাজাঙ্গালস্থ একটি হোটেলে তরুণ নারীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, নারী সেনাবাহিনী ও নারী পুলিশের উন্নয়নে বেগম খালেদা জিয়ার শাসনামলে সবচেয়ে বেশি কাজ হয়েছে। জিয়াউর রহমান বিদেশে তৈরি পোশাক রপ্তানি চালু করেছিলেন। আর এটিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন খালেদা জিয়া। গার্মেন্ট সেক্টরে নারী শ্রমিকদের কর্মসংস্থানে তিনি উদ্যোগ নিয়েছিলেন।
তিনি বলেন, সমাজের অর্ধেক অংশ নারী এবং তাদের অবদান ছাড়া কোনো সমাজই পূর্ণতা পায় না। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীরা তাদের দক্ষতা, মেধা এবং শ্রম দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু এখন অনেক ক্ষেত্রে নারীরা বৈষম্য, নির্যাতন এবং অবহেলার শিকার হচ্ছেন। আমাদের এই অবস্থা পরিবর্তন করতে হবে।
তিনি বলেন, আগামীতে বিএনপির যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তবে তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়বে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা উন্নয়নমূলক কর্মপন্থা অবলম্বনে কাজ করবে বিএনপি। সেই ধারাবাহিকতায় নারীদের ফ্যামিলি কার্ড, ডিজিটাল স্বাস্থ্যসেবা কার্ড, চিকিৎসা দিতে কোনো অর্থ লাগবে না, সম্পূর্ণ বিনা অর্থে চিকিৎসাসেবা নিশ্চিত, নারী অধিকার নিশ্চিত, নারীর ক্ষমতায়ন, নারীদের কর্মসংস্থান ব্যবস্থাসহ নানামুখী দিক নির্দেশনা বাস্তবায়নের কাজ করছে বিএনপি।
সংগঠক রাহিমা বেগমের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন ব্যাংকার তাহুরা আহমেদ, গৃহিণী হালিমা কবির, সংগঠক তাহমিনা বেগম রুজি, শিক্ষিকা ফারহানা ইমা, মাইশা আক্তার জ্যোতি সহ বিভিন্ন পেশা নিয়োজিত নারীরা বক্তব্যে রাখেন।
এসএ/সিলেট