৩১ দফা তারেক রহমানের ভাবনায় আধুনিক বাংলাদেশ গড়ার রূপরেখা: ইমদাদ হোসেন

post-title

ছবি সংগৃহীত

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে অনেকেই এসএসসি বা এইচএসসি পাস করার পর আর পড়াশোনা এগিয়ে নিতে পারেন না। ফলে তারা বেকারত্বের শিকার হন।

বিএনপি ক্ষমতায় গেলে এসব বেকার যুবকদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে রাজমিস্ত্রি, এসি মিস্ত্রি, গাড়ির মেকানিকসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। পরে তাদের মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে জনশক্তি হিসেবে রপ্তানি করা হবে। বিএনপি ক্ষমতায় এলে এই উদ্যোগের দ্বার উন্মোচিত হবে।

তিনি বলেন, ১৮ মাসের মধ্যে দেশে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তাধারা থেকে ৩১ দফা রাষ্ট্রকাঠামোয় এই পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই ৩১ দফাই হলো তারেক রহমানের ভাবনায় আধুনিক বাংলাদেশ গড়ার রূপরেখা।

তিনি বলেন, পাড়ায় পাড়ায় গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে দলের ৩১ দফা বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিএনপি কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। বিএনপি ক্ষমতায় গেলে ৬০ লাখ পরিবারকে পর্যায়ক্রমে বেকার ভাতা দেওয়া হবে এবং ১৮ মাসের মধ্যে দেশের যুব সমাজের বেকারত্ব দূর করা হবে। গরিব জনগোষ্ঠীর শিক্ষার হার বৃদ্ধিতে পাড়া-মহল্লায় গরিব ছেলেমেয়েদের স্কুলে যেতে উৎসাহিত করতে বিএনপি কাজ করবে। কৃষিখাতেও বিপ্লব ঘটাতে বিএনপি কাজ করছে। প্রয়োজনে বোরো ধান চাষে ভর্তুকি দেওয়া হবে এবং কৃষিকে স্বনির্ভর করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বুধবার (৯ জুলাই) সিলেট মহানগরীর ২৩নং ওয়ার্ডের দুবড়ি হাওড় এলাকায় বিএনপির পাড়া কমিটির সাথে মিতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল আহমদের সভাপতিত্বে ও জম জম বাদশাহ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সভাপতি মুফতি নেহাল, সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মকবুল মির্জা, মির্জা বেলায়েত হোসেন লিটন, বেলাল হোসেন, রেজাউল করিম আলো, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ২৩নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আমির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নামর উল্লাহ, মোস্তফা কামাল পাশা, দবির আহমদ, দিলোয়ার প্রধান, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমদ প্রমুখ।

এসএ/সিলেট