রথযাত্রা উৎসব শেষে সিলেটে ইসকনের...
সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষে, ভক্তি, সৌহার্দ্য ও স্মৃতিচারণের আবহে ইসকন সিলেট আয়োজন করে এক আন্তরিক পুনর্মিলনী...
বাংলাভাষী সম্পাদক অলিউর রহমানের মতবিনিময় অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী
ছবি সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের সাংবাদিকতা এখন অনেক সমৃদ্ধ। আমাদের সিলেটের অনেকেই দেশের বাইরে সাংবাদিকতার মাধ্যমে সুনাম কুড়াচ্ছেন। তবে এখন সময় এসেছে বিদেশমুখিতা বাদ দিয়ে দেশের সাংবাদিকতায় আরও বেশি মনোনিবেশ করার। তবেই উন্নয়ন ও অগ্রগতি আরও তরান্বিত হবে। সাংবাদিকতা আরো সমৃদ্ধ হবে।
তিনি মঙ্গলবার নগরীর একটি অভিজাত হোটেলে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও ‘বাংলা ভাষী’ সম্পাদক অলিউর রহমান খানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মিডিয়া গাইড-এর প্রধান নির্বাহী,সাংবাদিক মো. ফয়ছল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট গণদাবি ফোরামের সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদির তাপাদার, দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, ইউকে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, রোটারি ক্লাব অব মিডটাউনের সভাপতি সেলিনা চৌধুরী, দৈনিক জনতা’র সিলেট ব্যুরো প্রধান কামাল আহমদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি নাজমুল কবীর পাবেল।
বক্তব্য রাখেন ‘বাংলাভাষী’ সম্পাদক অলিউর রহমান খান, প্রবাসী সাংবাদিক সুলতান আহমদ, সাবেক ছাত্রনেতা আসাদুল হক আসাদ, উইমেন জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক তাসলিমা খানম বিথী।
অনুষ্ঠানে সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির তার বক্তব্যে বলেন, প্রবাস জীবনে শত কর্মব্যস্ততার মাঝেও লন্ডনে সাংবাদিকতায় সিলেটের কৃতি সন্তানরা সাফল্যের স্বাক্ষর রাখছেন। বাংলাভাষী সম্পাদক অলিউর রহমান খান তাঁর বক্তব্যে সাংবাকিতা কঠিন সময় অতিক্রম করেছেন উল্লেখ করে বলেন, আমরা যখন এ পেশায় যুক্ত হই তখন নানাবিধ সংকট ছিলো। এখন তা নেই। তাই সৎ ও বস্তুনিষ্ট সাংবাকিতাকে এগিয়ে নেয়ার এখনই সময়। আর বাংলাভাষী সে পথকেই সঙ্গি করে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি
এসএ/সিলেট