রথযাত্রা উৎসব শেষে সিলেটে ইসকনের...
সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষে, ভক্তি, সৌহার্দ্য ও স্মৃতিচারণের আবহে ইসকন সিলেট আয়োজন করে এক আন্তরিক পুনর্মিলনী...
ছবি সংগৃহীত
সিলেট ডায়াবেটিক হাসপাতালের সেবার মান বৃদ্ধির লক্ষে নানা প্রদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘মানুষের মৌলিক অধিকারের অন্যতম একটি হলো স্বাস্থ্যসেবা।
আর এই স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সিলেটবাসীকে ‘সিলেট ডায়াবেটিক হাসপাতাল’ এর পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান।’
তিনি মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে হাসপাতালে নতুন বিভিন্ন আসবাবপত্র হস্তান্তরকালে এ আহ্বান জানান।
তিনি বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এমন কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে স্বাস্থ্যব্যবস্থার যে উদ্দেশ্য বা লক্ষ্য আছে, তা পূরণ হয়। আসবাবপত্রের মধ্যে রয়েছে বিছানার চাঁদর, মশারী ও বালিশের কাভার।
উল্লেখ্য, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট ডায়াবেটিক হাসপাতালের উন্নয়ন সাব কমিটির চেয়ারম্যান।
এসএ/সিলেট