ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যার...
রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুমল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যা এবং...
ছবি সংগৃহীত
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্ব করতে চীন যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. নুর হাসনাত ইমন।
তিনি ২০২৫ সালের বিশ্ব যুব উন্নয়ন ফোরাম এবং অল চায়না ইয়ুথ ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক্সিলেরেশন উইকে অংশগ্রহণের জন্য চ‚ড়ান্তভাবে আমন্ত্রণ পেয়েছেন।
এ এক্সিলেরেশন উইক আগামী ১৩ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত চীনের সাংহাই ও সাংশি প্রদেশে অনুষ্ঠিত হবে। সেখানে তিনি উদীয়মান যুব উদ্যোগ "ThriveUP for Tomorrow: Guide, Grow and Sustain"-এর কো-ফাউন্ডার ও লিড হিসেবে প্রতিনিধিত্ব করবেন। এ ইনিশিয়েটিভটি Excellence Actions for Global Youth Development 2024–2025-এ ফাইনালিস্ট হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।
ThriveUP for Tomorrow একটি যুব-নেতৃত্বাধীন পিয়ার লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে এসডিজি সচেতনতা, সফট স্কিল প্রশিক্ষণ, ক্যারিয়ার কাউন্সেলিংসহ বিভিন্ন বিষয়ভিত্তিক কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এই উদ্যোগটির লজিস্টিক সহযোগিতা প্রদান করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চাইনিজ কর্নার। অ্যাকাডেমিক পরামর্শক হিসেবে আছেন অধ্যাপক ড. জায়েদা শারমিন স্বাতী ও অধ্যাপক ড. সাহাবুল হক।
এর আগে মো. নুর হাসনাত ইমন আন্তর্জাতিক সংস্থা IFES আয়োজিত "Democracy: From Theory to Practice" শীর্ষক নন-ক্রেডিট কোর্সে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভ‚মিকা রেখেছেন। এর পাশাপাশি তিনি ইয়ুথ ফর পলিসি এর সিলেট কমিটির লিড হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে ইমন বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি এটা আমার জন্য সৌভাগ্যের। এ যাত্রায় যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ।’
এসএ/সিলেট