গোলাপগঞ্জ লক্ষনাবন্দে বিএনপি অঙ্গ সংগঠনের মতবিনিময়

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টি করতে হবে: আবুল কাহের শামীম

post-title

ছবি সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে ধ্বংসপ্রায় রাষ্ট্রযন্ত্রের যৌক্তিক সংস্কারের পক্ষে বিএনপির সমর্থন রয়েছে।

কিন্তু সংস্কারের নামে নির্বাচন বিলম্ব কিংবা আগে স্থানীয় সরকার নির্বাচনের কোন ষড়যন্ত্র বিএনপি মেনে নিবেনা। আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা গণতন্ত্র ও আইনের শাসনের বাস্তব রূপরেখা। বিএনপির সকল স্তরের নেতাকর্মীদেরকে এই ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টি করতে হবে।

তিনি রবিবার (৬ জুলাই) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় লক্ষনাবন্দ ইউনিয়ন, ৭নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনহার উদ্দিন, গোলাম কিবরিয়া, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এমাদ উদ্দিন, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী জাহেদুর রহমান, লক্ষনাবন্দ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি মনির মিয়া, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দুলন আহমদ, বিএনপি নেতা তোতা মিয়া, আফাজ মেম্বার, আবুল হোসেন, মঈন উদ্দিন, নিজাম, আব্দুস শুকুর, আরশ আলী, মছব্বির মিয়া, শাহীন মিয়া, সেনাজ মিয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব শরীফ উদ্দিন, যুবদল নেতা শামীম আহমদ, লিলু মিয়া, রাহেল শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রিপন আহমদ, কয়েছ মিয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জোনাক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছাদিকুর রহমান, জাকু আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক সুহেদুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা আবু বকর, ঢাকা দক্ষিণ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক তোফায়েল আহমদ সুমেল, আমুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহিল আহমদ ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা রুম্মান আহমদ প্রমূখ।

এসএ/সিলেট