কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হেফাজতে ইসলাম মহানগরের দোয়া মাহফিল

post-title

ছবি সংগৃহীত


শাপলা চত্ত্বর ও জুলাই গণহত্যার শহীদদের স্মরণে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (৫ জুলাই) বাদ যোহর হেফাজতে ইসলাম সিলেট মহানগরের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, হেফাজতে ইসলাম সিলেট মহানগরের সভাপতি ও জামেয়া ইসলামীয়া গাজী বুরহান উদ্দিন মাদ্রাসার প্রিন্সিপাল শায়েখ মাওলানা নাসির উদ্দিন, হেফাজতে ইসলাম মহানগরের সিনিয়র সহ সভাপতি হাফিজ মাওলানা খলিলুর রহমান, সহ সভাপতি শায়েখ মাওলানা আব্দুর রহমান, ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম মহানগরের সাধারণ সম্পাদক মুফতী ফয়জুল হক জালালাবাদী, হেফাজতে ইসলাম সিলেট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আছলাম রহমানী, প্রিন্সিপাল হাফিজ মাওলানা রইছ উদ্দিন, হাফিজ মাওলানা নওফল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হোসেন আহমদ, প্রচার সম্পাদক এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী, সমাজসেবা সম্পাদক মাওলানা তাওসীফ আহমদ, মাওলানা মুফতি ইলিয়াছ হাকিমী, মাওলানা আইয়ুব কাছিমী, সদস্য মাওলানা তহুরুল ইসলাম, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা শিব্বির আহমদ, মাহবুবুল হক, মাওলানা আলী হোসেন, তরিকুল ইসলাম প্রমুখ।

এসময় শাপলা চত্ত্বর ও জুলাই গণহত্যার দ্রুত বিচার এবং আহতদের ফ্রি চিকিৎসা ও পুনর্বাসন করার জোর দাবি জানানো হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের দেশে এনে কঠোর শাস্তির জোর দাবি জানান এবং প্রয়োজনী সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্দলীয় নির্বাচন দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানানো হয়। 

শাপলা চত্ত্বর ও জুলাই গণহত্যার শহীদদের মাগফিরাত কামনা, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফি (র:) ও মহা সচিব (মজলুম আলেম) আল্লামা জুনায়েদ বাবু নগরী (র:), মাওলানা নূর হোসেন কাছিমী (র:), মুফতি ওক্কাস (র:), মাওলানা মনসুরুল হাসান রায়পুরী (র:), মাওলানা মহিব্বুল হক গাছবাড়ি (র:), মাওলানা হাবিবুর রহমান কাজির বাজারী (র:), মাওলানা শফিকুল হক আমকুনী (র:), মাওলানা আব্দুল মতিন ধনপুরী (র:), মওলানা আব্দুল বাছিত বরকতপুলী (র:) সহ হেফজতে ইসলামের নিহত সকল উলামায়ে কেরাম ও শহীদানদের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন হেফাজতে ইসলাম সিলেট মহানগরের সভাপতি ও জামেয়া ইসলামীয়া গাজী বুরহান উদ্দিন মাদ্রাসার প্রিন্সিপাল শায়েখ মাওলানা নাসির উদ্দিন।

এসএ/সিলেট