শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার দাবিতে সিলেটে মানববন্ধন

post-title

ছবি সংগৃহীত

শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার, খতিব, ইমাম, মুয়াজ্জিনদের পে-স্কেলে বেতন ভাতা বাস্তবায়নের দাবিতে সর্বদলীয় ঐক্য ফোরামের উদ্যোগে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুন) বাদ জুম’আ নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক, ছাত্র এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালের ৫মে শাপলা চত্ত্বরে ঘুমন্ত হেফাজতের নেতাকর্মী, হাফিজ, আলিম ও তাওহিদী জনতাকে রাতের অন্ধকারে গুলি করে হত্যা করা হয়। আজও সেই নির্মম হত্যাকাণ্ডের বিচার হয়নি। যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয়, তবে এদেশে ন্যায়বিচার বলে কিছু থাকবে না। অবিলম্বে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের প্রতিটি মসজিদে ইমাম, খতিব ও মুয়াজ্জিনগণ অত্যন্ত কম বেতনে মানবেতর জীবনযাপন করছেন। অথচ তারাই সমাজের নৈতিক শিক্ষা, আদর্শ ও ইসলামী দাওয়াতের মূল ভিত্তি। আমরা চাই, সরকারি পে-স্কেলের আওতায় এনে তাদের সম্মানজনক বেতন-ভাতা নিশ্চিত করা হোক। একজন মসজিদের ইমামকে যাতে পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় না থাকতে হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল মুসলমানদের জন্য একটি অরাজনৈতিক এবং ধর্মীয় মূল্যবোধভিত্তিক সংগঠন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের স্বার্থে হেফাজতে ইসলামকে ব্যবহার করা যাবে না। এটি দলমত নির্বিশেষে সকল মুসলমানদের ঐক্যের প্লাটফর্ম। আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনকে দমন ও ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার ষড়যন্ত্র করেছিলো।

এমনকি তাদেরকে নির্বিচারে হত্যা করতেও এই স্বৈারাচারী সরকার কুণ্ঠাবোধ করেনি। শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন বিজয়ে রূপান্ত হওয়ার ফলে দেশ ছাড়তে বাধ্য হয় স্বৈরাচরী শেখ হাসিনা। আমরা এই খুনি শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচার দাবি করছি।

সর্বদলীয় ঐক্য ফোরাম আয়োজিত মানববন্ধনে ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মুফতী ফয়জুল হক জালালাবাদীর সভাপতিত্বে ও হেফাজতে ইসলাম সিলেট বিভাগের অন্যতম সমন্বয়কারী মাওলানা আছলাম রহমানীর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক অধিকারের সভাপতি লে. কর্ণেল সৈয়দ আলী আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন, ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা খলিলুর রহমান, ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খেলাফতে রব্বানী মহানগর সভাপতি হাফিজ মাওলানা রইছ উদ্দিন, নেজামে ইসলাম পার্টি সিলেটের সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, খেলাফত আন্দোলন সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুর রহমান, হেফাজতে ইসলাম মহানগর নেতা মাওলানা পীর বশির আহমদ, প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ, তহুরুল ইসলাম, সিলেট ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ এইচ এম কিউ মঈনুল ইসলাম আশরাফী, ভাইস চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ, মুসলিম লীগ কেন্দ্রীয় নেতা খায়রুল ইসলাম, সিলেট বিভাগীয় সমন্বয়কারী চাষী ফারুক আহমদ, জমিয়তে উলাময়ে ইসলাম মহানগর সেক্রেটারী আবু বকর সরকার, জুলাই ফাউন্ডেশন মহানগর সভাপতি জুবায়ের আহমদ তুফায়েল, হেফাজত নেতা মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা শিব্বির আহমদ, আশরাফুল ইসলাম তারেক, মাহবুবুল হক, মাওলানা আলী হোসেন, তরিকুল ইসলাম প্রমুখ।

এসএ/সিলেট