হবিগঞ্জে সিএনজি পাম্প স্টেশনে ভয়াবহ...
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় সিএনজি স্টেশনে থাকা একটি বাস ও ১০টি সিএনজিচালিত...
ছবি সংগৃহীত
হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন জগদীপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শুক্রবার (৪ জুলাই) আনুমানিক ভোর সোয়া ৫ টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ভোলা জেলার দৌলতখান থানার চরসবি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. হান্নান ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রসুলপুর এলাকার মো. সেলিমের ছেলে মো. জামাল মিয়া।
জানা যায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল শুক্রবার (৪ জুলাই) আনুমানিক ভোর সোয়া ৫ টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ৭নং জগদীশপুর ইউনিয়নের জগদীপুর সাকিনস্থ মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট