রথযাত্রা উৎসব শেষে সিলেটে ইসকনের...
সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষে, ভক্তি, সৌহার্দ্য ও স্মৃতিচারণের আবহে ইসকন সিলেট আয়োজন করে এক আন্তরিক পুনর্মিলনী...
ছবি সংগৃহীত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সিলেট জেলা ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রপিং কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এগারটায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ও আহততের দোয়ার মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
পরবর্তীতে বেলা ১২ টায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং উদ্ভোধন করে অনুষ্টানের কার্যক্রম শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত উক্ত কর্মসূচীতে বিএনপির কেন্দ্রীয় এবং জেলা ও মহানগরের নেতৃবৃন্দ এবং চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের লোকজনের সরব উপস্থিতি ছিল।
এতে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হোসেন খানসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডা. রায়হান আহমেদ ও ডা. আজহারুল ইসলাম রানার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে চিকিৎসক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলার সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. শামিমুর রহমান শামিম, সাধারণ সম্পাদক ও ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ, ডা. এম এ আলিম, ডা. মাইনুল ইসলাম চৌধুরী নান্না, ডা. জাহিদুল ইসলাম সুমন, সিলেট জেলা ড্যাব এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী, ডা. সালেহ আহমেদ তাহিল, ডা. শোয়েব আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডা. আহমেদ নাফি, ডা. নিজাম আহমেদ চৌধুরী, ডা. আব্দুল গাফফার আদিল, ডা. আশরাফুল ইসলাম রানা, ডা. জামিল আহমেদ, ডা. সিরাজুর রহমান সারওয়ার, ডা. সৈয়দ নাফি মাহদী, ডা. আজহারুল ইসলাম, ডা. রায়হান আহমেদ, ডা. এহসান মাহবুব, ডা. রুসলান ইসলাম, ডা. সাউদ আল হাসান দিপ, ডা. অভ্র কুমার দাশ, ডা. মুশফিকুর রহমান পিন্টু, ডা. জুনেদ আহমেদ, ডা. আব্দুর রাউফ, ডা. মেহেদী হাসান অনিক, ডা. আশফাক আহমেদ, ডা. আফতাব উদ্দিন চৌধুরী, ডা. আব্দুর রাজ্জাক আল মাসুম, ডা. তুহিন, ডা. বজলুর রহমান, ডা. সুলতান মোহাম্মদ আজওয়াদ, ডা. ফজলে রাব্বিসহ আরও অনেক ড্যাব নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদল নেতৃনেতৃবৃন্দ, রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ইহরাজ রহমান চৌধুরী , সাধারন সম্পাদক সৌরভ। নর্থইস্ট মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি মতিউর রহমান ফুজায়েল, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান তালুকদার ও সিলেট সেন্ট্রাল ডেন্টল কলেজ ছাত্রদলের সভাপতি ইজাজ সাফিন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসএ/সিলেট