নিজ অর্থায়নে গাছবাড়ি-হরিপুর রাস্তা সংস্কার

সিলেটে প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা চাকসু মামুন

post-title

ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাটে স্থানীয় জনসাধারণের দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি সরকারের বরাদ্ধের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার স্থানীয় বিএনপির নেতাকর্মীদেরকে সাথে নিয়ে ক্ষত-বিক্ষত গাছবাড়ি-হরিপুর রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। এতে সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন বিএনপিরএই নেতা।

এর আগে তিনি দীর্ঘ দিন ধরে জকিগঞ্জ-কানাইঘাট উপজেলার খানা-খন্দ ও ভাঙ্গা রাস্তাগুলোর সংস্কার ও নদী ভাঙ্গন রোধের দাবিতে আন্দোলন করে আসছেন। বিএনপির ব্যানারে স্থানীয় পর্যায়ে আন্দোলনের পাশাপাশি সিলেট নগরীতেও বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এরপর তিনি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে সমস্যা নিরসনের চেষ্টা করেন। কিন্তু এখনও কার্যত: কোন সমাধান হয়নি। তাই সরকারের বরাদ্ধের অপেক্ষায় না বসে মানুষের কষ্ট লাঘবে সংস্কার কাজে এগিয়ে আসলেন তিনি।

এদিকে, স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এমন মহতি উদ্যোগ স্থানীয় নেতৃত্বের দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। 

সংস্কারের বিষয়ে মামুনুর রশীদ (চাকসু মামুন) বলেন, গত ১৭ বছরে এই দুই উপজেলায় তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। যার কারণে যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাসহ নানামুখী সমস্যায় জর্জরিত এ অঞ্চলের বাসিন্দারা। সম্প্রতি যোগাযোগ ব্যবস্থার এতটাই বেহালদশা হয়েছে যে সড়কগুলোতে গাড়ি চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। তাই সরকারি বরাদ্দের অপেক্ষা না করে মানবিক বিবেচনায় আমি নিজ উদ্যোগে প্রাথমিক সংস্কার শুরু করেছি।

চাকসু মামুন আরও বলেন,গাছবাড়ি-হরিপুর রাস্তার মতো গাজী বুরহান উদ্দিন সড়ক, জকিগঞ্জ উপজেলার শেওলা-জকিগঞ্জ, কালিগঞ্জ-জকিগঞ্জ ও আটগ্রাম-জকিগঞ্জ রাস্তা ভেঙ্গে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া কানাইঘাট-দরবস্ত, গাছবাড়ি-হরিপুর, কানাইঘাট- সুরইঘাট, চতুল- সুরইঘাট রাস্তা সহ উপজেলা ও পৌর এলাকার প্রত্যেকটি ফিডার রোডের অবস্থা অত্যন্ত শোচনীয়। ক্ষত-বিক্ষত এসব রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিদিন মানুষ দুর্ঘটনার সম্মুখী হচ্ছে। দ্রুত সরকারিভাবে টেকসই সংস্কার করা দরকার। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’




নিজস্ব প্রতিবেদক