হবিগঞ্জে পঞ্চাশ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জের ভাঙ্গারি দোকানে অভিযান চালিয়ে পঞ্চাশ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মাধবপুর থানাপুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানা পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর পল্লী বিদ্যুৎ অফিসের নিকট ভাঙ্গারি দোকানে অভিযান চালিয়ে পঞ্চাশ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার রসুলপুর গ্রামের আ. রসিদ এর পুত্র মোস্তফা মিয়া,  মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের মৃত গিয়াসউদ্দিনের পুত্র বোরহান উদ্দিন ও বাহার উদ্দিন।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়াধীন আছে। 

এসএ/সিলেট