রথযাত্রা উৎসব শেষে সিলেটে ইসকনের...
সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষে, ভক্তি, সৌহার্দ্য ও স্মৃতিচারণের আবহে ইসকন সিলেট আয়োজন করে এক আন্তরিক পুনর্মিলনী...
ছবি সংগৃহীত
সিলেট ক্যাবল সিস্টেমস্ (প্রা.) লিমিটেডের ২২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) এসসিএস অফিস কনফারেন্স হল রুমে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট ক্যাবল সিস্টেমস (প্রা.) লিমিটেডের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক এম সাকুরের সভাপতিত্বে ২০২৫-২০২৬ ইংরেজি সনের কার্যকরী কমিটি গঠিত হয়।
নবনির্বাচিত কমিটির জিয়াউল গনি আরিফীনকে প্রধান চেয়ারম্যান, এ বি এম জিল্লুর রহমানকে ব্যবস্থাপনা পরিচালক ও মুজাহিদ খান গুলশানকে পরিচালক অর্থ করে এই ২০২৫-২০২৬ ইংরেজি সনের কার্যকরী কমিটি গঠন করা হয়।
উক্ত সাধারণ সভায় মো. জুনেদ আলম, এস এম ফজলুল করিম মারজান, সুবাস রঞ্জন রায়, মাশরুফ আহমদ মাসুক, মো. শাহিন আহমেদ, তারেক আহমদ শিবলী, মো. নূরুল ইসলাম, রাজু দে মনা, তাজ আহমেদ লিটন, মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, ওয়ালিউল গনি আরেফীনসহ সকল পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শেয়ারহোল্ডার আতাউর রহমান ইকবাল, মো. তৈমুর রাজা, লাহীন আহমদ, আনসার আহমদ কয়েছ,আকতার হোসাইন খান, জাকারিয়া খান।
এসএ/সিলেট