রথযাত্রা উৎসব শেষে সিলেটে ইসকনের...
সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষে, ভক্তি, সৌহার্দ্য ও স্মৃতিচারণের আবহে ইসকন সিলেট আয়োজন করে এক আন্তরিক পুনর্মিলনী...
ছবি সংগৃহীত
সিলেটের লোড-আনলোড পয়েন্টে কর্মবিরতি, গণ অনশন ও অবস্থান কর্মসূচির তৃতীয় দিন পালিত হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্বরে। সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ২টা পর্যন্ত উক্ত কর্মসূচি পালিত হয়।
পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আব্দুল জলিল মেম্বারের সভাপতিত্বে কোম্পানীগঞ্জ উপজেলা স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হেকিমের পরিচালনায় গণ অনশন ও অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোঃ নাজির আহমদ স্বপন, ট্রাক মালিক গ্রæপের সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান, মুজিবুর রহমান, নারায়ন পুরকায়স্থ ফনি, কয়ছর আলী জালালী, সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জয়নাল আবেদিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শওকত আলী বাবুল, সিলেট সদর পাথর স্টোন ক্রাশার মালিক সমবায় সমিতির সভাপতি মো. মন্তাজ আলী, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির মহাসচিব ও ঐক্য পরিষদের সম্বন্নয়ক শাব্বীর আহমদ ফয়েজ, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভূক্ত কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. কবির আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজ মিয়া, কোম্পানীগঞ্জ ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল আমিন, মিল মালিক আলম চেয়ারম্যান, মুরশেদ আলম, মুজিবুর রহমান, বাবুল চেয়ারম্যান, মাহমুদুল ইসলাম নাঈম, পূর্ব ইসলাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন প্রমূখ।
গণ অনশনে বক্তারা বলেন, আমরা সংঘাত ও জনসাধারনের ক্ষতিকারক কোন কর্মসূচি দিচ্ছি না। সরকার ও প্রশাসনের বিবেকের দিকে চেয়ে রয়েছি।
কিন্তু মানবিক কর্মসূচি দেওয়ার পরও সরকার মালিক-শ্রমিকদের দাবী মেনে নিচ্ছেন না। জানি না সরকার আন্দোলনকে কোন পথে নিতে সিলেটের সকল মালিক-শ্রমিককে বাধ্য করছেন। এখনো আমরা আশাবাদী, সরকার অসহায় মানুষের দিকে ফিরে থাকাবেন। বুধবার মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
এসএ/সিলেট