রথযাত্রা উৎসব শেষে সিলেটে ইসকনের...
সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষে, ভক্তি, সৌহার্দ্য ও স্মৃতিচারণের আবহে ইসকন সিলেট আয়োজন করে এক আন্তরিক পুনর্মিলনী...
ছবি সংগৃহীত
পর্যটক ও সাধারণ যাত্রীদের জন্য সিলেট, সাদা পাথর, কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ, হাদারপারে এসি বাস সার্ভিস চালু করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। আম্বরখানা মজুমদারী এলাকা থেকে চলাচল করবে এই বাস সার্ভিস। প্রতিদিন সকাল পৌনে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই রুটের বাস চালু থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-সালুটিকর-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ-হাদারপাড়-গোয়াইনঘাট বাস মালিক সমিতির চেয়ারম্যান হুমায়ুন আহমেদ মাসুক, তোফায়েল বাসিত তপু, আবুল কাসেম, আব্দুল্লাহ শাফি সাহেদ,শফিক নুর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শফিক মিয়া, মুহিবুর রহমান, জহিরুল ইসলাম, রঞ্জিত দত্ত, ছাদেক আলী, হারুন, নজির হোসেন, রিয়াজ আহমদ, তামজিদ আহমদ, জমির হোসেন প্রমুখ ।
এ বিষয়ে সিলেট-সালুটিকর-কোম্পানিগঞ্জ-ভোলাগঞ্জ-হাদারপাড়-গোয়াইনঘাট বাস মালিক সমিতির চেয়ারম্যান হুমায়ুন আহমেদ মাসুক বলেন, প্রাথমিকভাবে সাধারণ যাত্রী ও পর্যটকদের জর্য ৪টি এসি বাস চালু করা হয়েছে।
প্রতি ঘন্টা পর পর ভোলাগঞ্জ-সাদাপাথরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং ১০টি নন এসি বাস দিয়ে এই সার্ভিসটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে যাত্রী চাহিদা আলোকে বাসের সংখ্যা বাড়ানো হবে।
তিনি বলেন, মজুমদারী থেকে সাদা পাথর ভাড়া হবে ১০০ টাকা, কোম্পানিগঞ্জ ৭০ টাকা, ভোলাগঞ্জ ৯০ টাকা,টুকেরবাজার ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। নন এসি বাস বাড়া সিলেট-সাদা পাথর ৬০ টাকা, ভোলাগঞ্জ ৫৫ টাকা, টুকেরবাজার ৫০ টাকা এবং কোম্পানিগঞ্জ ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এসএ/সিলেট