হবিগঞ্জে ১ হাজার ৮৮০ বোতল...
হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্করপুর এলাকায় বালু বোঝাই ট্রাক থেকে ১৮৮০ বোতল বিদেশী মদসহ ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট। শুক্রবার (১১ জুলাই) ভোরের দিকে এ...
ছবি সংগৃহীত
হবিগঞ্জে ফিজিওথেরাপিস্ট হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার এবং রোগীদের প্রেসক্রিপশন লিখে দেওয়ার অপরাধে আব্দুর রহমান নামে এক ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস।
হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার শরীফ মো. সানজিদ জানান, আব্দুর রহমান একজন ফিজিওথেরাপিস্ট হলেও দীর্ঘদিন ধরে তিনি রোগীদের ওষুধ লিখে দিচ্ছিলেন এবং নিজেকে ‘প্রফেসর ডা. আব্দুর রহমান’ পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন।
তার বিরুদ্ধে অভিযোগ উঠলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়। তিনি বলেন- জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।
এসএ/সিলেট