রথযাত্রা উৎসব শেষে সিলেটে ইসকনের...
সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষে, ভক্তি, সৌহার্দ্য ও স্মৃতিচারণের আবহে ইসকন সিলেট আয়োজন করে এক আন্তরিক পুনর্মিলনী...
ছবি সংগৃহীত
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কে যানজট নিরসন ও দুর্ঘটনা রোধকল্পে তামাবিল হাইওয়ে থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) বিকাল সাড়ে ৩ টায় জৈন্তাপুর উপজেলায় তামাবিল হাইওয়ে থানার অডিটোরিয়ামে বাস, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক, ড্রাইভার, বিভিন্ন মালিক, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
তামাবিল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।
এছাড়া উপস্থিত ছিলেন, সিলেট সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহীদুল ইসলাম, সিলেট জেলা ট্রাফিক পুলিশ জৈন্তাপুর থানার সার্জেন্ট দীনার, ১নং নিজপাট ইউনিয়ন পরিষদ ও জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইন্তাজ আলী, জৈন্তাপুর উপজেলা জামায়াতে ইসলামী'র আমির মাওলানা গোলাম কিবরিয়া, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মোরসালিন রুহেল, জৈন্তাপুর উপজেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির সভাপতি সামাদ মিয়া, সাধারণ সম্পাদক জামাল আহমদ, জামাতে ইসলামী ৫নং ফতেপুর ইউনিয়ন শাখার আমীর হাফিজ কামরুল ইসলাম বাবর, সিএনজি -৭০৭ এর অন্তর্ভুক্ত গোয়াবাড়ি শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান সহ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন বাস, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক, ড্রাইভার, বিভিন্ন মালিক, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় মহাসড়কে যানজট নিরসন ও দুর্ঘটনা রোধকল্পে অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।
এসএ/সিলেট