খুনি হাসিনার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না: সারজিস আলম

post-title

‘যতদিন না পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি দেখছি, ততদিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে। আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না।  জনগণ হত্যার বিচার না দেখে ভিন্ন কিছু ভাবতে পারে না। খুনি হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে- এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।'

মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন তিনি।

সারজিস আলম বলেন, আমাদের ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছেন, মায়েরা সন্তান হারিয়েছেন। আমরা অন্তত তাদের চোখের পানি মোছাতে চাই, ন্যায়বিচার চাই।

এদিকে, আজ বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে, যেখানে পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি।

সিলেট বাণী ডেস্ক