মানুষের মনে কষ্ট দেবেন না,...
সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) বলেছেন, আপনারা কেউ মানুষের মনে কষ্ট দেবেন না এবং দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করবেন না। আমরা প্রমাণ করে...
ফাইল ছবি
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার কারণে সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
শনিবার ( ১৮ অক্টোবর) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, বিজি‑৩৪০ ফ্লাইটটি ৩৯৬ জন যাত্রী নিয়ে বিকেল ৩টা ৩১ মিনিটে সিলেটে নিরাপদে অবতরণ করেছে। আর কোনো বিমান অবতরণ করবে কি না, সে বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। যদি অন্য কোনো বিমান অবতরণ করতে চায়, আমরা অনুমতি দেব।
এর আগে, এদিন দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুত রাখা হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।
এসএ/সিলেট