নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন...
নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পদবীধারী এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম অয়ন দাশ। অয়ন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি বলে...
ছবি সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে স্ত্রীর জানাজার আয়োজেেনর সময় মারা গেলেন স্বামী জমসিদ আলী (১০৫)। তিনি স্ত্রীর জানাজার নামাজের প্রায় ১০ মিনিট আগে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
রবিবার সকালে পৌর শহরের ইলামেরগাঁও (আটঘর) গ্রামে এ ঘটনাটি ঘটে। যদিও শোকাহত পরিবারের সদস্যদের কাছে বিষয়টি অনেক বেদনাদায়ক ও কষ্টকর। তবে এলাকাবাসী এ মৃত্যকে স্বামী-স্ত্রীর দীর্ঘ দাম্পত্য জীবনের ভালোবাসার উজ্জ্বল এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান ইলামেরগাঁও (আটঘর) গ্রামের জমসিদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা (৮০)। রবিবার সকাল ১১টায় মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করেন পরিবার ও এলাকাবাসী। স্ত্রীর জানাজার নামাজের ঘন্টাখানেক পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জমসিদ আলী।
পরিবারের লোকজন তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে স্ত্রীর জানাজায় অংশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন জমসিদ আলী। কিন্তু তাঁর আর জানাজার পড়া হয়নি। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী মিলে যখন স্ত্রীর জানাজার আয়োজন করছিলেন ঠিক তখন তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্ত্রীর মৃত্যুর শোক যেনো তিনি সইতে পারেননি।
জমসিদ আলীর পুত্র আব্দুল আজিজ বলেন, ‘বাবা নিজ মুখেই আমাদেরকে বলেন তোমাদের মায়ের সাথে আমাকেও দাফন করিও। তার কথা যেন বাস্তবে রুপ নিল। মায়ের জানাজার ১০-১৫ মিনিট পূর্বে বাবা মারা যান। বাবা-মা হারানো কি যে কষ্ট, যারা হারিয়েছে একমাত্র তারাই জানে।’
এদিকে হাওয়ারুন নেছার জানাজার নামাজ নির্ধারিত সময় অনুষ্ঠিত হলেও জমসিদ আলীর জানাজা রবিবার বাদ আসর অনুষ্ঠিত হয়। এই ঘটনায় এলাকায় শোকের মাতন চলছে।
মৃত্যুকালে এই দম্পতি ৬ পুত্র, ২ কন্যা ও নাতী-নাতনীসহ অসংখ্য আতœীয়-স্বজন রেখে গেছেন।
এসএ/সিলেট