বাংলাদেশের ইতিহাসের সাথে বঙ্গবীর ওসমানী ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন: আলহাজ্ব আতাউর রহমান

post-title

ছবি সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বাংলাদেশের ইতিহাসের সাথে বঙ্গবীর ওসমানী ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। তাঁর সুযোগ্য রণকৌশল ও নেতৃত্ব। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে আমরা অর্জন করেছি লাল সবুজের পতাকা।

বঙ্গবীর ওসমানী ছিলেন সৎ ও আদর্শের রাজনীতির অগ্রপথিক। তাঁকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অসম্পূর্ণ। সিলেট তথা সারা বাংলাদেশের গর্ব এ মহান কর্মবীরের জন্ম ও মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে পালন করতে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

তিনি শনিবার বিকেলে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল এম.এ.জি.ওসমানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালনের লক্ষে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নগরীর জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য এসব কথা বলেন।

বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক ও পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো. মধু মিয়া, যুগ্ম সম্পাদক মো. খালেদ মিয়া, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. সাজ্জাদুর রহমান, যুগ্ম সম্পাদক শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, মহিলাবিষয়ক সম্পাদক শিরিন চৌধুরী, সাহেদা বেগম প্রমুখ।



এসএ/সিলেট