সংস্কার ছাড়া নির্বাচন করলে তা...
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলছেন, ক্ষমতায় গিয়ে সংস্কারের কথা দেশের জনগণ এখন আর বিশ্বাস করে না, দেশে আইন ও বিচার বিভাগ ঠিকই...
মহানগর ১৬নং ওয়ার্ড জামায়াতের শীতবস্ত্র বিতরণ
ছবি সংগৃহীত
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশে শীতের প্রকোপ বাড়ছে। এমন পরিস্থিতিতে সুবিধা বঞ্চিত মানুষেরা কষ্টে জীবনযাপন করছেন। তারা তাদের ন্যায্য ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
আল্লাহ তায়ালা আমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে প্রেরণ করেছেন। আমাদের দায়িত্ব হলো মানুষের কল্যাণ সাধনে অবিরত চেষ্টা চালানো। অসহায় মানুষের পাশে দাঁড়ানো করুণা নয়, বিত্তবানদের নৈতিক ও ঈমানী দায়িত্ব। হৃদয়ে মানবতাবোধকে জাগ্রত রেখে সুবিধা বঞ্চিত সকল মানুষের জন্য কাজ করা উচিৎ।
তিনি বলেন, দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও শঙ্কা কেটে যায়নি। ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে দেশপ্রেমিক জনতাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যে কোন দুর্যোগে জামায়াত মানবতার পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করে। এবারও শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সমাজের সামর্থবানদের উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।
তিনি মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর জেলরোড এলাকায় মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার ১৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা কাওছার আহমদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী পূর্ব থানার আমীর রফিকুল ইসলাম মজুমদার, নায়েবে আমীর নজরুল ইসলাম সুয়েব, এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মোতালেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুস শহিদ জোয়ার্দার, এখলাছুর রহমান, ইলিয়াস আলী, ওয়ার্ড সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক, সেক্রেটারি আক্তারুজ্জামান বাবলু, জামায়াত নেতা তামিম আহমদ ও মুফতি জুনেদ আহমদ প্রমুখ।
এসএ/সিলেট