কুদরত উল্লাহ মার্কেটের সেক্রেটারী সাইফুর রহমানকে ব্যবসায়ীদের সংবর্ধনা প্রদান

post-title

ছবি সংগৃহীত

সিলেটের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ মার্কেটের সেক্রেটারী, সাবেক রোটারিয়ান, বিশিষ্ট সমাজসেবক মো.সাইফুর রহমান বিভিন্ন দেশ ভ্রমণে গমণ উপলক্ষে মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান গত বুধবার রাতে মার্কেটে অনুষ্ঠিত হয়।

কুদরত উল্লাহ মার্কেটের প্রবীণ ব্যবসায়ী রেজাউল করিম জালালি’র সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী এইচ.এম আব্দুর রহমান এর সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী যথাক্রমে আব্দুল আজিজ, আব্দুস শহীদ, আব্দুল ওয়াদুদ, ছালাউদ্দিন, ফয়ছল আহমদ, আব্দুর রউফ, আলাউদ্দিন শিকদার, আব্দুল গফফার, জুনেদ আহমদ, সালমান বিন মালেক, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কুদরত উল্লাহ মার্কেটের সেক্রেটারী মো. সাইফুর রহমান।
অনুষ্ঠানে মার্কেটের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের বিষয়ে আলোচনা শেষে কুদরত উল্লাহ মার্কেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি সাইফুর রহমানকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসায়ীদের উন্নয়ন ও কল্যাণে মার্কেটের সেক্রেটারী মো. সাইফুর রহমান আন্তরিকতার সাথে কার্যক্রমের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। প্রয়োজনের তাগিতে তিনি বিভিন্ন দেশ ভ্রমণে যাচ্ছেন। সেখানে থেকেও মার্কেটের উন্নয়নে তিনি সুদৃষ্টি রাখবেন। বক্তারা বলেন, মানুষের সেবার মন মানসিকতা নিয়ে ব্যবসা পরিচালনা করলে সফলতা অর্জন সম্ভব। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার পাশাপাশি গ্রাহকদের সাথে সুন্দর আচরণের মাধ্যমে মার্কেটের সুনাম বৃদ্ধি করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।


এসএ/সিলেট