মিউজিক ভেন্যুতে গোলাগুলিতে আগুন লেগে যায়

মস্কোয় অস্ত্রধারিদের গুলিতে নিহত ৪০

post-title

ছবি: রয়টার্স

রাশিয়ার রাজধানী মস্কোয় একটি কনসার্ট চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। স্থানীয় সময় শুক্রবার রাত আটটার পর মস্কোর উত্তর প্রান্তে ক্রোকাস সিটি হলে এ হামলার ঘটনা ঘটে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পাঁচজন বন্দুকধারী এই হামলা চালায়। প্রথমে গুলিবর্ষণের পর সেখানে গ্রেনেড বা বোমা নিক্ষেপ করা হয়। তাতে হলটিতে আগুন ধরে যায়।

হামলার সময় হলে ‘পিকনিক’ নামের একটি ব্যান্ডের পরিবেশনার প্রস্তুতি চলছিল। এই কনসার্টের জন্য ৬ হাজার ২০০ টিকেট বিক্রি হয়েছিল। ওই হলে ৯ হাজারের বেশি মানুষের বসার ব্যবস্থা রয়েছে।

রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (ফেডারেল সিকিউরিটি সার্ভিস—এফএসবি) জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ৪০ জন নিহত এবং ১০০–এর বেশি মানুষ আহত হয়েছেন।

হামলার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে। তার একটিতে হামলাকারীদের ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা গেছে, হামলাকারীরা হলের ভেতরে গুলিবর্ষণ করছে। এ সময় প্রাণ রক্ষায় লোকজন নিচে শুয়ে পড়েন। ১৫-২০ মিনিটে এমন অবস্থায় থাকার পর হামাগুড়ি দিয়ে তাঁরা বের হওয়ার চেষ্টা করেন। অনেকে হল থেকে বের হতে সক্ষম হন।

বন্দুকধারীরা গুলিবর্ষণের পর গ্রেনেড বা বোমা ছুড়লে হলটিতে আগুন ধরে যায়। তখনো হলের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছিলেন বলে রুশ কর্মকর্তারা জানান। একপর্যায়ে আগুনে হলের ছাদ ধসে পড়ে। হামলার খবর জানার পর সেখানে ৭০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় বলে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে সন্ত্রাসী হামলা আখ্যায়িত করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি গতকাল ওয়াশিংটনে ব্রিফিংয়ে বলেছেন, এখন পর্যন্ত এ হামলায় ইউক্রেন বা ইউক্রেনীয়দের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

হলের একজন নিরাপত্তারক্ষী জানিয়েছেন, হামলার সময় তিনি হলের নিচতলায় মূল প্রবেশপথে ছিলেন। হামলাকারীরা বাইরে থেকে গুলিবর্ষণ শুরু করে এবং তাতে জানালা ভেঙে চুরে যায়। প্রবেশপথের আরও তিনজন নিরাপত্তারক্ষী ছিলেন। তাঁরা একটি বিজ্ঞাপন বোর্ডের পেছনে গিয়ে লুকিয়ে থাকেন। হামলাকারীরা প্রবেশপথ থেকে ১০ মিটারের মতো এগিয়ে যায়। তারপর তারা হলের নিচতলায় থাকা লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। হামলাকারীরা গুলিবর্ষণ বন্ধ করার পর তিনি বেরিয়ে আসেন বলে জানান ওই নিরাপত্তারক্ষী।

রুশ সংবাদমাধ্যমে বলা হয়, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ধসে পড়েছে হলের ছাদ।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন একে 'ভয়াবহ ট্র্যাজেডি' এবং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে 'রক্তাক্ত সন্ত্রাসী হামলা' হিসেবে উল্লেখ করেছে।

এ ঘটনার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সহযোগী মাইখাইলো পোডোলিয়াক এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, 'বিষয়টি পরিষ্কার করি, এ ঘটনার সঙ্গে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই।'

তবে দুই সপ্তাহ আগে 'মস্কোয় কনসার্টসহ বৃহৎ জমায়েতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা চলছে' এমন সতর্কবার্তা জারি করেছিল সেখানকার মার্কিন দূতাবাস।

সে সময় মস্কোয় অবস্থানকারী মার্কিন নাগরিকদের 'পরবর্তী ৪৮ ঘণ্টা বড় জমায়েত এড়িয়ে চলার' পরামর্শ দেওয়া হয়েছিল।

SI/03/230324