হবিগঞ্জে চাঁদা নিতে গিয়ে বৈছাআর...
হবিগঞ্জে ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক (বহিস্কৃত) এনামুল হক সাকিবসহ ৩ জনকে আটক...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের আমতলী এলাকা থেকে এসব গাঁজা জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুনারুঘাট থানাধীন দেওরগাছ ইউনিয়নের আমতলী এলাকায় কতিপয় ব্যক্তি গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের পর র্যাব-৯ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তা সন্দেহজনকভাবে পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি খুলে নীল রঙের পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত গাঁজা জিডি মূলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এসএ/সিলেট