খালেদা জিয়া নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন : চাকসু মামুন
নিজস্ব প্রতিবেদক
০৭/০১/২০২৬ ০১:৪৩:২৭
সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, বেগম জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। একজন খাঁটি দেশপ্রেমিক রাষ্ট্র প্রধান ছিলেন।
মঙ্গলবার রাত ৯ টায় কানাইঘাট বীরদল খাল মোরা এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
চাকসু মামুন আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই অঞ্চলের জনগণ আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে। জনগণ পাশে থাকলে আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো শক্তি নেই। আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।
স্থানীয় মুরব্বি রশীদ আহমদের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সদস্য মাহবুবুল আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা জাকারিয়া আহমদ, ফয়জুর রহমান, জয়নাল আহমদ, রহমতুল্লাহ, সাহাব উদ্দিন, আল আমিন,ডা.ফারুক আহমদ, ডা. ইয়াকুব আলী, এবাদ মেম্বার প্রমুখ।
জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে আসছেন বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ...