সিলেটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

post-title

ছবি সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন সিলেটে। রবিবার (৪ জানুয়ারি) দুপুরের দিকে ইউএস বাংলার একটি ফ্লাইট তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

তিনি বিকালে হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ (র.) মাজার জিয়ারত করবেন। সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। রাতেই তার ঢাকায় ফিরে যাওয়ার কথা।

এদিকে, সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানান সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সিলেট বিএনপি'র নেতৃবৃন্দ।

এসএ/সিলেট