মানবেতর জীবনের গল্প বদলে দিল এক টুকরো সংবাদ

সংবাদ প্রকাশের পর দোয়ারাবাজারে দুই বৃদ্ধার পাশে স্থানীয় প্রশাসন

post-title

ছবি সংগৃহীত

ধান ও পাথর কুড়িয়ে দিন কাটত চান মেহের (৬৩) ও দুধ মেহেরের (৬৫)। আশ্রয়হীন এই দুই বোনের জীবনের কষ্টের গল্প সংবাদ মাধ্যমে প্রকাশের পর অবশেষে সহানুভূতির হাত বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। সুনামগঞ্জ জেলা প্রশাসকের তহবিল থেকে তাদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ দুই বৃদ্ধার হাতে অনুদানের অর্থ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নরসিংপুর ইউনিয়ন পরিষদের সচিব ও অফিস সহকারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামের বাসিন্দা চান মেহের ও দুধ মেহের প্রায় দুই যুগ ধরে একে অপরের উপর ভরসা করে বেঁচে আছেন। বহু বছর আগে স্বামী হারিয়ে একা হয়ে পড়া এই দু’জনের নেই কোনো সন্তান কিংবা নিকট আত্মীয়। অন্যের বাড়ির পাশে মাচা বেঁধে দিন কাটানোই তাদের নিত্য জীবন।

জীবিকার তাগিদে দু’জনেই প্রতিদিন কখনও পাথর, কখনও ধান কুড়িয়ে যা পান, তাই দিয়েই চালান জীবনের চাকা। মানবেতর এই জীবনযাত্রা নিয়ে সম্প্রতি স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের।

অনুদান প্রদানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, বৃদ্ধা দু’জনকে জেলা প্রশাসকের তহবিল থেকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের সরকারি ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

চান মেহের ও দুধ মেহের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের খবর নিয়েছে সরকার—এইটিই অনেক বড় পাওয়া। আমরা দোয়া করি, সবাই যেন এমন গরিব মানুষের পাশে দাঁড়ায়।

এই ছোট্ট সহযোগিতা হয়তো তাদের জীবন পাল্টে দেবে না, কিন্তু মানবতার আলোয় আলোকিত করল দোয়ারাবাজারের প্রশাসনকে।

টিএ/ছাতক