ছাতক গ্রীডের 132/33 কেভি ব্রেকার...
সিলেট অঞ্চলের বিদ্যুৎ সরবরাহে সাময়িক ব্যাঘাত ঘটেছে সুনামগঞ্জের ছাতক গ্রীডের একটি গুরুত্বপূর্ণ ব্রেকার নষ্ট হয়ে যাওয়ার কারণে 132/33 কেভি ক্ষমতাসম্পন্ন ওই...
খালেদা জিয়াকে এই আসন উপহার দিতে চাই- কলিমউদ্দিন আহমদ মিলন
ছবি সংগৃহীত
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন বলেছেন, সংবাদকর্মী ও রাজনীতিকের লক্ষ্য এক- মানুষের কল্যাণে কাজ করা। জনগণের ভালোবাসা ও কর্মীদের সহযোগিতায় আবারও এ আসনটি বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই।
শনিবার বিকেলে ছাতক শহরের বাগবাড়িস্থ নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় কলিমউদ্দিন আহমদ মিলন বলেন, দলীয় মনোনয়ন পাওয়ায় আমি কৃতজ্ঞ। নির্বাচিত হলে এই অঞ্চলের সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করবো। বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের ব্যবস্থা, যুব উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে কাজ করবো। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা সেবায় আমূল পরিবর্তন আনতে চাই। নদী খনন ও অবকাঠামো উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবো।
তিনি আরও যোগ করেন, ছাতক-দোয়ারাবাজারবাসীর প্রত্যাশা পূরণই আমার রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য। উন্নয়ন, জনকল্যাণ ও সুশাসনের মাধ্যমে এ আসনকে একটি মডেল এলাকায় পরিণত করতে চাই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফলুল করিম বকুল, পৌর বিএনপির আহ্বায়ক সামসুর রহমান শামছু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান এমরান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কলিমউদ্দিন মিলন জনগণের প্রিয় নেতা। তাঁর নেতৃত্বে ছাতক-দোয়ারাবাজারের উন্নয়ন আরও গতি পাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
টিএ/ছাতক