সিলেটে অবৈধ ভারতীয় পেঁয়াজ ও...
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ২ লাখ ২০ হাজার টাকার অবৈধ ভারতীয় পেঁয়াজ ও একটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।...
ছবি সংগৃহিত
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ২ লাখ ২০ হাজার টাকার অবৈধ ভারতীয় পেঁয়াজ ও একটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত (১১ নভেম্বর) আনুমানিক রাত পৌনে ৩টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন খাসদবীর পয়েন্টস্থ খাসদবীর জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে একটি ডিআই পিকআপ আটক করা হয়। তল্লাশি করে পিকআপ থেকে ২,২০০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় পুলিশ মো. সাকিল উদ্দিন নামের এক যুবককে আটক করেছে। তিনি গোয়াইনঘাট উপজেলার লাফনাউট গ্রামের কামাল উদ্দিনের ছেলে। অভিযান শেষে এ বিষয়ে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।
এসএ/সিলেট