বিএনপিকে মাথা উঁচু করে দাঁড়াতে...
সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত...
ছবি সংগৃহিত
সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার দায়িত্ব দিয়েছেন।
বিএনপি মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই বিষয়ে বাংলাদেশে ষড়যন্ত্র চলছে। তাই সকল ভেদাভেদ ভুলে আমাদের জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে আমরা এই দেশের উন্নয়নে কাজ করবো।’
সোমবার (১০ নভেম্বর) সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর কলেজে বিশুদ্ধ পানির জন্য একটি ডিপ টিউবওয়েল স্থাপন করেন এবং পরে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘গত ১৫ বছর আমি দেশে ফিরতে পারিনি, কিন্তু এখন থেকে আমি স্থায়ীভাবে বাংলাদেশের মানুষের পাশে থাকতে চাই। দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্র কাঠামো সংস্কারে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই আমার লক্ষ্য।’
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর এম এ মালিক বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আজ এই কলেজ ও পাশের মসজিদের জন্য ডিপ টিউবওয়েল স্থাপন করতে পেরেছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও উপস্থিত সবাইকে। আমি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি—তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আজও সংগ্রাম করছেন।’
তিনি আরও বলেন, ‘আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি, যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন। আমি গর্বিত যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং দেশের মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি।’
এ সময় তিনি শিক্ষাক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমার স্ত্রী ও আমি চাই যে দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ এলাকায় একটি মহিলা কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। শিক্ষা সচিব ইতিমধ্যে একটি মহিলা কলেজ অনুমোদনের আশ্বাস দিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে এটিকে প্রথম প্রকল্প হিসেবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ডা. জুবায়দা রহমানসহ দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এম এ মালিক বলেন, ‘আমি এই এলাকার সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই, সেবা করতে চাই। আল্লাহ যেন আমাকে সে সুযোগ ও শক্তি দেন।’
এসময় উপস্থিত ছিলেন জালালপুর কলেজের অধ্যক্ষ শাহজাহান মাসুক, বিশিষ্ট সমাজসেবক এম এ শহীদ পঙ্খি, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুল ইসলাম জয়দু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাই, তেতলি ইউনিয়ন বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খসরুজ্জামান, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসএ/সিলেট