বরগুনার ডিসি হলেন সিলেট জেলা পরিষদের সন্দ্বিপ কুমার সিংহ

post-title

ছবি সংগৃহিত

সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বিপ কুমার সিংহকে বরগুনার জেলা প্রশাসক হিসাবে পদায়ন করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত  প্রজ্ঞাপন জারি করা হয়। এ প্রজ্ঞাপনের মাধ্যমে হবিগঞ্জসহ দেশের ১৫টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

সন্দ্বিপ কুমার সিংহ ২০২২ সালের ৩ জানুয়ারি সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী হিসাবে যোগদান করেন। প্রায় ৪ বছর পর তার কর্মস্থল পরিবর্তনের পাশাপাশি নতুন পদায়ন হলো।

বরগুনার বর্তমান ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকার জেলা প্রশাসক হিসাবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, সন্দ্বিপ কুমার সিংহের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়।

এসএ/সিলেট