শাহপরাণ বাইপাস থেকে ভারতীয় কম্বলের চালানসহ আটক ২

post-title

ছবি সংগৃহিত

মহানগরীর শাহপরাণ বাইপাসের মুরাদপুর পয়েন্ট সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ভারতীয় কম্বলের চালানসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

কাভার্ড ভ্যানে করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের কম্বলগুলো পাচার করা হচ্ছিল। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- গাজীপুর জেলার জয়দেবপুর থানার বাওউড়াই গ্রামের মো. মহিবুল্লাহ’র ছেলে জিসান আল ইমরান ও সিলেটের জৈন্তাপুর উপজেলার বালিপাড়া গ্রামের মো. তাজির উদ্দিনের ছেলে আবদুল হানিফ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানের ভেতর থেকে ৬৬০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। কম্বলগুলোর বাজার মূল্য প্রায় ৯ লাখ ৯০ হাজার টাকা। 

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

এসএ/সিলেট