সুরমা নদীতে পড়ে নিখোঁজ দুদু মিয়ার মরদেহ উদ্ধার

post-title

ছবি সংগৃহিত

সিলেটের জালালাবাদ থানাধীন মোগলগাঁও এলাকায় সুরমা নদী থেকে মো. দুদু মিয়া (৫৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিলেট স্টেশন অফিস ও মোগলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেছার আহমদ।

স্থানীয় সূত্র জানায়,  শনিবার (৮ নভেম্বর) রাতে মাছ ধরতে গিয়ে সুরমা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন দুদু মিয়া। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা রাত ২টা পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে ঘটনাটি সিলেট ফায়ার সার্ভিসকে জানানো হয়।

রোববার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা পর সকাল ১০টার দিকে সুরমা নদী থেকে দুদু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম ।

এসএ/সিলেট