৬ নং ওয়ার্ড যুবদলের নির্বাচনকালীন কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভায়

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: নজরুল ইসলাম

post-title

ছবি সংগৃহিত

মহানগর যুবদলের সহ সভাপতি ও ৩ নং খাদিম নগর ইউনিয়ন যুবদলের দায়িত্ব পাপ্ত নজরুল ইসলাম বলেছেন, দেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ধানের শীষের ভোট দিতে হবে।

ফ্যাসিস্ট শেখ হাসিনা তার শ্বাসনামলে জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্রকে বন্দি করেছে এবং রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। তাই এখন সময় এসেছে জনগণের সরকার প্রতিষ্ঠা করার।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, বিচার বিভাগসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে এবং জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যে ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা পেয়েছি, তা বাস্তবায়ন হলে দেশ আবারও ন্যায়, গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাবে।

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের এই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ জনগণের শক্তিই বিএনপির সবচেয়ে বড় শক্তি। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মাঠে থেকে জনগণকে সংগঠিত করুন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করুন।

রবিবার (৯ নভেম্বর ) রাতে ৩ নং খাদিম নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে যুবদলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ৬ নং ওয়ার্ড যুবদলের নির্বাচনকালীন  কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা যুবদলের সহ সভাপতি আব্দুস সালাম লয়লু  এর সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবদলের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ এর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি মহব্বত আলী বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিতে যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীকে নিরলসভাবে কাজ করতে হবে। আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশবাসী গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বাধীনতার পক্ষে রায় দেবে। তাই এখনই সময় মাঠে নেমে জনগণের মন জয় করার।

তিনি বলেন, প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে যুবদলের প্রত্যেক নেতাকর্মীকে জনগণের ঘরে ঘরে যেতে হবে। জনগণকে বোঝাতে হবে, বিএনপি ক্ষমতায় এলে দেশে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি আরো বলেন, বলেন, ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয়। তাই এই বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জুনেদ আহমদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক রাজু আহমদ, জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক সাজেদুল ইসলাম সাজু,সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন(মেম্বার), সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাইদুর রহমান সাঈদ, আজির উদ্দিন, সিলেট জেলা জিসাসের আহবায়ক কুদ্দুছ আহমদ সুমন (মেম্বার),  সদর উপজেলা যুবদল নেতা জিল্লুর রহমান জিলু (মেম্বার), বিলাল আহমদ বেলাল,সাইফুল ইসলাম,তুহিন আহমদ রানা,রিপন আহমদ, আলমগীর আহমদ, সাদ আহমদ, আলাউদ্দিন, আনছার আলী, বারিক উদ্দিন, কুতুবউদ্দিন, রাজন আহমদ রাজু, সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান, জায়েদ আহমদ, ছদরুল,সাহান,আ: হামিদ রানা প্রমুখ।



এসএ/সিলেট