আগামী বৃহস্পতিবারের মধ্যে স্বাভাবিক হবে বিদ্যুৎ, আশ্বস্ত করলেন ছাতক জোনাল অফিসের ডিজিএম।

ছাতক গ্রীডের 132/33 কেভি ব্রেকার বিকল: বিদ্যুৎ সরবরাহে সাময়িক ব্যাঘাত

post-title

ছবি সংগৃহীত

সিলেট অঞ্চলের বিদ্যুৎ সরবরাহে সাময়িক ব্যাঘাত ঘটেছে সুনামগঞ্জের ছাতক গ্রীডের একটি গুরুত্বপূর্ণ ব্রেকার নষ্ট হয়ে যাওয়ার কারণে 132/33 কেভি ক্ষমতাসম্পন্ন ওই ব্রেকা'রটি বিকল হয়ে পড়ায় গোবিন্দগঞ্জ ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহে অ'নি'য়ম দেখা দিয়েছে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ত্রুটিপূর্ণ ব্রে'কারটি মেরামতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং পুরো প্র'ক্রি'য়া সম্পন্ন করতে ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে।

ছাতক জোনাল অফিসের ডিজিএম মির্জা কে. ই.তুহিন জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার থেকেই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।

তিনি আরও বলেন, এই অনাকা'ঙ্ক্ষিত বিদ্যুৎ সমস্যার কারণে গ্রাহকরা যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দ্রুততম সময়ে সম'স্যা সমাধানে আমাদের টেকনিক্যাল টিম দিনরাত কাজ করছে।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলে দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসায়িক কার্যক্রমে স্বস্তি ফিরে আসবে।

টিএ/ছাতক