একজন দৃষ্টিশক্তিহীন ব্যক্তিকে আলো...
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, সেবা দেওয়াটা হচ্ছে মহৎ কাজ, সেবা দেওয়ার মানষিকতা সবার থাকে না, এটা সবার ভাগ্যেও হয়না। অনেকেই দেশে-বিদেশে টাকা...
ছবি সংগৃহিত
সিলেটের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক ট্রাস্ট ‘ইএসডি ফাউন্ডেশন’ ১০ম বারের মতো এ বছর আয়োজন করলো ১০ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫।
প্রতিযোগিতায় পৃথকভাবে অংশ নিয়েছে বৃহত্তর সিলেটের বিভিন্ন স্কুল থেকে আগত পঞ্চম শ্রেণির এবং অষ্টম শ্রেণির প্রায় তিন শতাধিক ছাত্রী। পাঠ্যবিষয়ের উপর ভিত্তি করে নৈর্ব্যক্তিক পদ্ধতিতে ১০০ নম্বরের এই প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বরধারীদের মধ্য থেকে প্রথম ১০ জনকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার হিসেবে পঞ্চম ও অষ্টম শ্রেণির জন্য পৃথকভাবে থাকছে ডেস্কটপ কম্পিউটার।
দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে পৃথকভাবে ট্যাব ও তৃতীয় পুরস্কার হিসেবে প্রদান করা হবে অনুবীক্ষণ যন্ত্র। চতুর্থ থেকে দশম স্থান অধিকারকারীগণ পাবে আকর্ষণীয় শিক্ষাসামগ্রী এবং অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সার্টিফিকেট ও ক্রেস্ট।
শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২ টায় শুরু হওয়া পরীক্ষায় হল পরিদর্শন করেন ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর, ইএসডি ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান জেএমএইচজে ফেরদৌস, ইএসডি ফাউন্ডেশনের সদস্য সচিব ও উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, ইএসডি ফাউন্ডেশনের সদস্য মাসুদে রাব্বানী, ইএসডি ফাউন্ডেশনের সদস্য এমদাদুল হক চৌধুরী। কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার অংশগ্রহণকারী সকল ছাত্রীকে শুভেচ্ছা এবং অভিভাবকগণকে ধন্যবাদ জ্ঞাপন করে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, প্রতিযোগিতার ফলাফল ১৬ নভেম্বর (রবিবার) বিকাল ২টায় উইমেন্স মডেল কলেজের নোটিশ বোর্ড এবং উইমেন্স মডেল কলেজ, ইএসডি ফাউন্ডেশন ও অপরাজিতা স্টুডিও এর অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রকাশ করা হবে।
এসএ/সিলেট