গোলাপগঞ্জে যুবদল কর্মী রনি হত্যায়...
সিলেটের গোলাপগঞ্জে ‘জসিম উদ্দিন রনি’ নামের এক যুবদল কর্মী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তানজিদা সুলতানা ইমাকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১১...
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫
টাইফয়েড টিকা সম্পর্কিত কোন গুজব বা অপপ্রচার রোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী। তিনি বলেন, টাইফয়েড টিকা অত্যন্ত নিরাপদ। টিকা গ্রহণের পর অন্যান্য টিকার ন্যায় সামান্য প্রতিক্রিয়া- সামান্য ব্যাথা, মৃদু জ্বর, টিকাদানের স্থানে লালচে হওয়া ইত্যাদি দেখা দিতে পারে, যা এমনিতেই ভাল হয়ে যায়। এরপরও প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীকে অবহিত করবেন অথবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে পারেন।
বৃহস্পতিবার সকালে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিভাগীয় কমিশনার আরও বলেন, বিশ্বের উন্নত দেশসমূহে এই রোগের প্রাদুর্ভাব অনেকাংশে কম হলেও বাংলাদেশ সহ অঅনেক উন্নয়নশীল দেশে অন্যতম জনস্বাস্থ্য সমস্যা হিসেবে রয়ে গেছে। এ রোগে আক্রান্ত হলে আর্থিক ক্ষতি, দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এজন্য আমাদেরকে সচেতন হতে হবে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর মহাপরিচালক মুহাম্মদ হিরোজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. আনিসুর রহমান, ইউনিসেফ সিলেটের চীফ ফিল্ড অফিসার কাজী দিল আফরোজা, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর পরিচালক রহিমা আক্তার প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক