রেজাল্ট জীবনের মূল্যের চেয়ে বড়...
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ অঞ্চল পর্বেও তাদের অবস্থান ধরে রেখেছে। গতমাসে জেলা পর্বে এ বিদ্যালয়টি...
ছবি সংগৃহিত
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ অঞ্চল পর্বেও তাদের অবস্থান ধরে রেখেছে। গতমাসে জেলা পর্বে এ বিদ্যালয়টি চ্যাম্য়িন হয়েছিল।
একই ধারাবাহিকতায় সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত অঞ্চল পর্বে তারা হবিগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্য়িন হওয়ার গৌরব অর্জন করে। তবে শ্রেষ্ট বক্তা হয়েছে রানার্সআপ দলের দলনেতা মহি উদ্দিন ইফাদ।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মধ্যহ্নের বিরতি ছাড়া বিকেলে ৪টা পর্যন্ত সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আর্টগ্যালারিতে উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিকা হেপী বেগম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মেট্রেপলিটন পুলিশ কমিশনার (এসএমপি) আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
বিশেষ অতিথি ছিলেন সমকালের সহকারি সম্পাদক জিয়া হাসান, বাংলাদেশ আবৃত্তি সম্বনয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, বিজ্ঞান বিতর্ক মানে যুক্তিতর্কের খেলা। এটা সুস্থ ধারার প্রতিযোগিতাকে উৎসাহ দেয়। তিনি কিছু শিক্ষার্থীর ভুল সিদ্ধান্ত উল্লেখ করে বলেন, পরীক্ষায় ফেল করা মানে জীবন শেষ হওয়া নয়। ফেলের মধ্যে সফলতা নিহিত। জীবনের চেয়ে পরীক্ষার রেজাল্ট বড় নয়। জিয়া হাসান বলেন, এমন প্রতিযোগিতা সবাইকে সামনে এগিয়ে নিয়ে যায়। বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে জীবনে এগিয়ে যেতে হবে।
সকাল ৮টা থেকে একে একে ভেন্যুতে উপস্থিত হয় সিলেট অঞ্চল পর্বে অংশ নেওয়া স্কুলের বিতার্কিকরা। কেউ বা সিলেট পৌঁছেন আগের দিন রাতে, কেউ ভোরে কেউবা সকালে। অংশগ্রহনকারী স্কুলগুলো হচ্ছে মৌলভীবাজারের বিএফ শাহীন স্কুল এন্ড কলেজ, ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়, কুমিল্লার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় ও সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ। প্রথম রাউন্ডে তিনটি ম্যাচ ও কোয়ার্টার ফাইনাল রাউন্ডে দুটি দল মুখোমুখি হয়। যুক্তিতর্কের লড়াইয়ে চুড়ান্ত লড়াইয়ে বর্ডার গার্ড পাবলিক স্কুলের ক্ষুদে বিতার্কিক প্রান্তি দাশ, মনীষা দেব ও দলনেতা প্রজ্ঞা সরকার মুখোমখি হয় হবিগঞ্জ সরকারি পাইলট স্কুলের বিতার্কিক অর্কজিৎ স‚ত্রধর, মোহতাসিন আহমেদ তানজিম ও দলনেতা মহি উদ্দিন ইফাদের সাথে।
এতে চ্যাম্পিয়ন হওয়ারে গৌরব অর্জন করে বর্ডার গার্ড। তাদের প্রাপ্ত নাম্বার ছিল ৩৬৭.২৫ ও বিজিত দলের প্রাপ্ত নাম্বার ৩৬৩। উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, শাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রাইতা বিনতে আহসান ও সাংগঠনিক সম্পাদক সাফওয়াত আদিবা হিয়া।
সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি তামিম রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সমকাল সিলেটে ব্যুরো প্রধান মুকিত রহমানীর পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক এহসান মাজিদ সাদী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমকালের স্টাফ ফটো সাংবাদিক মো. ইউসুফ আলী, তাইনুল ইসলাম আসলাম, রাজিব ঘোষ, সুহৃদে সমাবেশের সহ সভাপতি দুর্জয় রায়, সুহৃদ আরিফ হোসাইন, মিজানুর রহমান, তাহসিনা রিমা, মাছুম চৌধুরী, জাকারিয়া আহমদ, জান্নাতুল ফেরদৌস, সাহিনা বেগম, মুনিরা রহমানী মাহা, আহমদ আদিলা তুবা প্রমুখ।
এসএ/সিলেট