সিলেটের সর্বস্তরের ছাত্র-জনতা

দেশব্যাপী গুম-খুন ও হত্যার সুষ্ঠু তদন্ত, ধর্ষকদের বিচার নিশ্চিতকরন

post-title

ছবি সংগৃহিত

সিলেটের সর্বস্তরের ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় পরিকল্পিত ঘটনা, আলিফ হত্যা, আশামনি ধর্ষণ,মুহিবুল্লাহ মাদানিকে গুম করা ও ইসকনদের আগ্রাসন রোধ করা আমাদের ঈমানী দায়িত্ব।

এদেশের সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর জেনে রাখা উচিত শাহজালালের উত্তরসূরীগণ এখনো বেঁচে আছেন। অতএব উপযুক্ত ব্যবস্থা না নিলে এদেশের তাওহীদি জনতা গর্জে উঠবে। পাশাপাশি দেশব্যাপী গুম, খুন, হত্যা, ভারতীয় আধিপত্য বিস্তার, নারী-শিশুদের ধর্ষকদের বিচার নিশ্চিতকরন, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে সকল সোচ্চার হতে হবে।

সিলেটের সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে দেশের সাম্প্রতিক পরিস্থিতির অবনতি, ভারতীয় আগ্রাসন এবং নারী-শিশুদের ধর্ষণের প্রতিবাদে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকাল ৩টায় মানববন্ধনের বক্তব্যে বক্তারা এসব কথা বলেছেন।

হাফিজ আহমদ নাঈম এর সভাপতিত্বে ও মো. মামুনুর রশিদ এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজির বাজার মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস বিশিষ্ট লেখক ও গবেষক শাহ মমশাদ আহমদ।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আম্বরখানা জামে মসজিদের স্বনামধন্য খতিব মুফতি জিয়াউর রহমান, লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. জিয়াউর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, লেখক ও সংগঠক রুম্মান আহমদ চৌধুরী, বিশিষ্ট শিল্পী মাহফুজুর মারুফ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র জাহেদ আহমদ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্র ফয়সাল আহমদ জাকারিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখাওয়াত হোসেন সাদী, দবির আহমদ, সালেহ আহমদ, আব্দুল কাদির হোসাইন, গালিব আল মাকিন, জুবায়ের আহমদ, আব্দুল আলিম, আকতার হোসেন প্রমুখ।

এসএ/সিলেট