তারেক রহমান বাংলাদেশের নতুন রাজনৈতিক...
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, রাজনীতি ক্ষমতা দখলের নয়, বরং জনগণের সেবা ও কল্যাণের মাধ্যম। তৃণমূলের মতামতনির্ভর নেতৃত্ব নির্বাচন,...
ছবি সংগৃহিত
ঢাকায় সিলেট বিভাগের সড়কপথ ও রেলপথ সংস্কারসহ ৮ দফ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগের সড়কপথ ও রেলপথ সংস্কারসহ ৮ দফ দাবিতে মানববন্ধনে ব্যবসায়ী ও সমাজসেবক তোফায়েল খানের সভাপতিত্বে ঢাকায় অবস্থারত সিলেট বিভাগের বিভিন্ন পেশার মানুষ এই মানববন্ধন কর্মসুচীতে অংশগ্রহণ করেন।
সকাল ১০ টায় শুরু হয়ে মানববন্ধন কর্মসুচী চলে দুপুর ১২টা পর্যন্ত। মানববন্ধনে বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুর হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সিএম কয়েস সামি, সংগঠক এডভোকেট জসিম উদ্দীন, জিয়াউল হক মুন্না, কুতুব উদ্দিন সোহেল, পল্টন থানা জামায়াতের আমীর শাহীন আহমেদ খান এবং পল্টন নাগরিক ফোরামের সভাপতি মো. ওবায়দুল্লাহ, মাধবপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী প্রমুখ।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, আগামী ৩০ দিনের মধ্যে সিলেট বিভাগের যোগাযোগ ব্যবস্থার উন্নতি না ঘটলে আমার সিলেটবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসুচী ঘোষণা করবো। সরকারকে হুশিয়ারী দিয়ে নেতৃবৃন্দ বলেন, সিলেট বিভাগের সাথে এরকম বিমাতাসুলভ আচরণ আমরা মেনে নিবো না। ছয় লেনের কর্যক্রমের ধীর গতিতেও নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন।
সিলেটের আকাশ পথে প্রতি ঘন্টায় বিমানের ভাড়া বৃদ্ধিরও নিন্দা জানানো হয়। সিলেট বিভাগের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা যে বিশৃঙ্খলা শুরু হয়েছে এর থেকে উত্তোরনের জন্য সিলেটবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এসএ/সিলেট